ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

চৌহালীর চরে ৪০ অসহায় পরিবারের পাশে অভাবীরা 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৬, ১৮ এপ্রিল ২০২০ | আপডেট: ১৪:৫৭, ১৮ এপ্রিল ২০২০

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার হাট ঘোরজানে অভাবীরা সহায়তা দিচ্ছে অসহায়দের- একুশে টেলিভিশন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার হাট ঘোরজানে অভাবীরা সহায়তা দিচ্ছে অসহায়দের- একুশে টেলিভিশন

সিরাজগঞ্জের চৌহালীর দুর্গম চরে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে এবার দাঁড়িয়েছে অভাবীরা। উপজেলার যমুনার দুর্গোম হাট ঘোরজান চরে এই মানবিক মানুষগুলো ৪০টি পরিবারকে চাল দেবার পাশাপাশি দিচ্ছে আর্থিক সহায়তাও। 

জানা যায়, গত ২০১২ সালে হাট ঘোরজান চরের ২০ জন খেটে খাওয়া মানুষ ‘হাট ঘোরজান সমাজ ভিত্তিক সংগঠন’ প্রতিষ্ঠা করে যে কোন দুর্যোগময় পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। একইভাবে বর্তমানে করোনার সংকটে বেকার হওয়া পরিবারের পাশে দাঁড়াতে সিদ্ধান্ত নিয়ে প্রত্যেকে ৫ কেজি করে চাল ও ১০০ টাকা করে জমা দেয়। এছাড়া তাদের নিজেদের সেলাই মেশিনে ১০০টি মাস্ক তৈরী করে। এছাড়া পুর্বের জমাকৃত চাল ও টাকা মিলিয়ে শনিবার সকালে এলাকার অতি অভাবী বেকার ৪০টি পরিবারের হাতে তুলে দেন তারা। এ সময় হাট ঘোরজান সমাজ ভিত্তিক সংগঠনের সভাপতি কৃষি শ্রমিক মোছা. শাহিনুর খাতুন এবং সাধারণ সম্পাদক মোকাদ্দেছ বেপারী, যুব সদস্য শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
 
সহায়তা প্রদানের উদ্যোক্তা শাহিনুর খাতুন এবং মোকাদ্দেছ বেপারী বলেন, ‘বর্তমানে আমাদের চৌহালীর চরাঞ্চলে কর্মহীন মানুষের হাহাকার চলছে। সে অনুপাতে সরকারী সহায়তা একে বারেই অপ্রতুল। আমাদের অবস্থাও শোচনীয়। তারপরও সামান্য কিছু নিয়েই আমরা যে কজনের পাশে দাঁড়াতে পেরেছি, এটাই স্বার্থকতা। আমরা চাই এই সময়ে সবাই সবার পাশে দাঁড়াক।’

এদিকে সহায়তা পাওয়া লাইলী বেগম ও শ্রীমতি শংকরী রানী বলেন, ‘আমরা এ পর্যন্ত কারও সহায়তা পাইনি। এভাবে দরিদ্র মানুষেরা আমাদের পাশে দাঁড়াবে কখনো ভাবিনি।’

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি